আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয় এবং কোর্ট চত্তর প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরাতে জনাব আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরার সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।